
Md. Ashik Mostofa
mdashikmostofa99
3.7
Comics
ভুনা খিচুড়ি
মোঃ আশিক মোস্তফা
আজ আমাদের বিয়ের একমাস পূর্ণ হলো। পূর্বে শোনা গল্প আর নতুন জীবনের এই নতুন অভিজ্ঞতার সাথে খুব যে মিল পাচ্ছি, ঠিক তা না। বাইরে প্রচন্ড বর্ষা নেমেছে। শুনেছি ঝুম বর্ষায় বউয়ের হাতের ভুনা খিচুড়ি। আহ! স্বাদই আলাদা। অনেকক্ষণ ভেবে বলেই ফেললাম
__ বিসমিকা! শুনছো!
__ হু হ বলেন (ঘুম জড়ানো কন্ঠে)
__ যে বর্ষা নামছে তাতে মনে হয় না আজ সকালে আর হাঁটতে যাওয়া হবে। তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে করছে। শুনেছি নতুন বউয়ের হাতের খিচুড়ি নাকি বর্ষার দিনে নতুন স্বাদ পাই। চলো একসাথে খিচুড়ি রান্না করি।
শেষ কথাটাই মনে হয় কাল হলো আমার জন্য। এত মিষ্টি আলাপনের সাইড এফেক্ট যে ১৮০ ড্রিগ্রিতে বাক নিবে তা কে জানত!
গায়ের কাথাটা ফেলে দিয়ে বেশ দ্রুতই উঠে বসল বিসমিকা।
__ ও ও তার মানে পুরনো হয়ে গেলে আমার রান্না খিচুড়ি আর মজা লাগবে না! তখন খিচুড়ি রান্নার ওসিলায় আবার নতুন কাউকে খুঁজবেন। তাইতো?
যান পারবো না রান্না করতে। আজ আপনার অফিস নেই। আপনিই খিচুড়ি রান্না করে আমাকে ডাকবেন।
কেবলই অসহায় চাহনিতে কাথা মুড়ি দিয়ে তার পাশ ফিরে শুয়ে পড়ার দৃশ্য দেখা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমি এই মুহুর্তে খুঁজে পেলাম না ।
বিসমিকা ছিল আমার ছোট বোনের বান্ধবী। সেই সুবাদেই প্রথম পরিচয় যখন আমি ক্লাস এইটে পড়তাম। আমার থেকে দুই বছরের জুনিয়র।তারপর পেরিয়ে গেছে আরো আটটি বছর। দূর থেকেই দেখে গেছি তাকে। কখনও বলা হয়নি মনের কথা। দেখা হয়নি তার হাতের রাঙানো মেহেদী কার হৃদয় জুড়ে আছে। অবশেষে নতুন চাকরির একমাসের ভিতরেই দুই পরিবারের সম্মতিতে বেশ জাঁকজমকভাবেই মিলিত হয় আমাদের জোড়া হাতের নতুন বন্ধন।
যাহ! পুরনো দিনের কথা ভাবতে ভাবতে আমার ভুনা খিচুড়ি রান্না শেষ হয়ছে। আহ কি ঘ্রাণ! বিসমিকা আজ আমার খিচুড়ির প্রেমে পড়ে যাবে! বেড রুমের দিকে হেঁটে যাচ্ছি বিসমিকাকে ডাকতে।
__ এই ভাইয়া! এই ভাইয়া! তোরে যে হাজার বার ডাকছি তোর ঘুম ভাঙছে না ? দাড়া পানি ঢালছি তোর মাথায়।
পানির কথা শুনেই লাফিয়ে উঠলাম।একি! এতো দৃশ্যপটের বিস্ফোরণ! বেডের একদম পাশেই অন্তু মগ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে।
__কি হয়ছে রে অন্তু ।এত সকাল সকাল ডাকিস কেন। একটু ঘুমাতে দিবি না নাকি?
__ আজ বিসমিকার গায়ে হলুদ। তোরে না বলছিলাম আমাকে পৌঁছে দেওয়ার জন্য।তাড়াতাড়ি রেডি হ । আমার গেছানো শেষ।
ঘোর তখনও কাটেনি। চোখটা ভাল করে কচলালাম। নাহ! এবার দৃশ্যপটের কোনো পরিবর্তন নেই।অন্তু এখনও মগ ভর্তি পানি হাতেই দাড়িয়ে আছে।
on test