
Nikhil Ranjan Sen
manobeena
4.1
Prose poetry
গদ্যকবিতা : ০৭০৯২০২১
পরম আশ্রয়
নিখিলরঞ্জন সেন
============
হলদে চোখের চাউনি
সামনে বিষণ্ণতাময় বিবর্ণ বিকেল
এরচেয়ে বুঝি ব্যস্ততাময় দিবসই ছিল ভালো
যদিও ছিল তা জ্বালাযন্ত্রণাপূর্ণ
তবুও তো ছিল বৈচিত্রে পূর্ণ বর্ণময়!
সহ্য হয় না আর
এর চেয়ে অন্ধ রাত্রিও বুঝি ভালো
তাহলে অন্তত ঘুমিয়ে পড়তে পারি!
তলিয়ে যেতে চাই
অন্ধকার সমুদ্রের অতল গভীরে
স্বপ্নের মাঝে ফের
খুঁজে পেতে চাই আনন্দের সন্ধান!
পথ চলি ছায়াপথ ধরে
স্মৃতি যত বারে বারে উঁকি মারে
আলো-আঁধারির আবছায়ায়।
আমার পাশদিয়ে ছুটে চলে ধূমকেতুর রকেট
নক্ষত্রেরা দূরে জাগে মিটমিট করে
কৃষ্ণগহ্বরেরা মাঝে মাঝে উঁকি মারে
বুভুক্ষু ক্ষুধায় বিবরের বিদারণে!
চলি উষ্ণতার খোঁজে
ফিরে যেতে চাই না
ওই শীতল জীবনের বিষণ্ণতায়
তোমাকে খুঁজি আমি
স্মৃতিময় অতীতের বাহুবন্ধনে!
দেখতে পাই না কিছু ধোঁয়াময় হতাশার মাঝে
দমবন্ধ-অবস্থায় ঢলে পড়ি ধীরে ধীরে
পরম শান্তিময় জননীর কোলে!
Copyright : Nikhil Ranjan Sen
on test