
Nikhil Ranjan Sen
manobeena
4.1
Prose poetry
গদ্যকবিতা : ১৯০৯২০২১
বিচ্ছিন্নতার রাজনীতি
নিখিলরঞ্জন সেন
============
ভাগের মায়ের কপালে গঙ্গা জোটনি!
রূপসি মায়ের গলায় দড়ি
দুপাশে টানাটানি আর কানাকানি!
এখানেই শেষ নয়
গঙ্গার জল গড়িয়ে চলেছে নিরন্তর!
মায়ের কপালে এই ভাগটুকুও হয়ে যায় অনিশ্চিত
ভাগের পরেও আরো ভাগ
খণ্ড খণ্ড করে দিয়ে চূর্ণ করতে চায় বুঝি!
মায়ের দুচোখে পূর্বেই ঝরেছিল অশ্রু সেইদিন
আগামীর কথা ভেবে আজ যেন কান্না-বাঁধভাঙা
মানে না কোনো বাধা
অশ্রুধারা শতধারে বয়ে যায়
জননী তবু নিরুপায়!
বেয়াড়া রাজনেতাদের ফায়দার লোভ
সবাই চায় নিজ নিজ ভাগ বুঝে নিতে
দুর্ভাগিনী মায়ের শেষ সম্বলটুকু
বুঝি বা অশ্রুধারায় ভেসে যায়
শোকসাগরে গিয়ে মেশে
করে দেয় উথালপাথাল!
অশান্ত সাগরের বুকে কালো ধোঁয়া
অকালবৈশাখির তাণ্ডব
কান্নার হাহাকারে পূর্ণ হয় আকাশ-বাতাস!
ছিন্ন-বিচ্ছিন্ন দৃশ্যপটের আড়ালে দগদগে ঘা
শরীরে বিষাক্ত ক্ষতের দপদপানি
সেরে ওঠা কঠিন ব্যাপার!
গঙ্গার বুকে অশান্ত বন্যার ভাঙন
রক্তের স্রোতে মিশে যায়!
দিকে দিকে জাগে শুধু অসহায় মানুষের হাহাকার
ঢাকা পড়ে যায় শিয়ল-কুকুরের চিৎকারে!
Copyright : Nikhil Ranjan Sen
on test