
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Story
বিউটি'র কৌতুহলোদ্দীপক কর্মে রেনু ও আমি সেদিন খুব হাসলাম। আর ভাবলাম, নাইন-টেনে পড়ুয়া একটি মেয়ে এতো সহজ কথার মানে জানতে চায় কেন? আমরা যদি সেদিন সহজেই তাঁর প্রশ্নের উত্তরটি দিয়ে দি, তাহলে এটা বেকুবের মতোনই দেখাবে বলে মনে মনে হিসাব কষলাম, এবং চিরকুটটি হাতে নিয়ে আমরা দুজনই হাস্যরসে আবল-তাবল ভাবতে লাগলাম। রেনু বললো, এতো বড়ো মেয়ে আই লাভ ইউ এর মানে বুঝেনা! আমি বললাম আরে বুঝে, সে হয়তো ভিন্ন কোন ফন্দি এঁটেছে, বা মজা করার জন্যই এটি করেছে? নয়তো এও বুঝতে চাইছে এটার উত্তর লিখা মানেই তো তাঁকে ভালোবাসি এই শব্দটা প্রকাশ করা? তারপরই হয়তো হবে শুরু প্রেম প্রেম খেলা। রেনু বললো এখন কী উত্তর দেয়া যায় একটু চিন্তা করো? বিকালে তাঁকে এর উত্তর দিতে হবে বলে গেছে। আমি বললাম নো চিন্তা ব্রাদার? এটার চমৎকার একটি উত্তর আমি একটু ঘুরিয়ে দেবো। দেখি শালার মনে কী? রেনু জানতে চাইলো সেটা কিভাবে? আমি বললাম নজরুল সংগীত এর দুটো লাইন আমি লিখে দেবো। ইহাতে, সে বিচক্ষণ হলে, উত্তর খোঁজে পাবে, আবার উত্তর খোঁজে পাবেও না! বেশ দারুন আইডিয়া তাই না? রেনু বললো দেখো আবার কোন সমস্যা যেন না হয়? আমি বললাম আরে না, সমস্যা হবে কেন? আমরা তো প্রেমপত্র লিখছিনা? প্রসঙ্গত ছোট বেলা থেকেই চিঠি পত্র লিখার অভ্যাস ছিল আমার। এবং পত্র-পত্রিকায় অল্প-স্বল্প লেখা-লেখির অভ্যাসও ছিল। তা-ছাড়া আমি সেই দশ বারো বছর বয়স হতেই কাজী নজরুল ইসলামকে প্রচণ্ড ভালোবাসতাম। তাঁর অসংখ্য গান আমার তখন নখ-দর্পণে বা মুখস্ত ছিল শ্রবনে। আমি রেনুকে বললাম, ক্লাস নাইনে পড়ুয়া ষোড়শী আই লাভ ইউ এর মানে জানে-না এটা হতে পারেনা? আমার মনে হয় সে অন্য কোন কৌশলের আশ্রয় নিয়েছে? তাই আমি তাঁর কথার উত্তর একটু ঘুরিয়ে দিচ্ছি। যেই ভাবনা সেই কাজ। আমি নজরুল সংগীতের দুটো লাইন লিখে রাখলাম একটা কাগজে। সেই লাইন দুটো এমন (তুমি শুনিতে চেয়োনা আমার মনের কথা,
দখিনা বাতাস ইঙ্গিতে বুঝে,কহে যাহা বনলতা।)
এই দুটো লাইন লিখে কাগজটি ইনভেলাপ আকারে ভাঁজ করে দিলাম রেনুর হাতে। সেভাবেই রেনু বিকেলে বিউটির হাতে ইহা দিয়ে বললো, এটাতে আপনার প্রশ্নের উত্তর লেখা আছে। সুতরাং বাসায় গিয়ে খুলবেন? এখানে নয়? বিউটি কাগজটি হাতে নিয়ে ভীষণ খুশি। সে আহ্লাদে মৃদু হাসতে হাসতে দারুন তৃপ্ত মনে চলে গেলো। আমরা বিউটির প্রতিক্রিয়া জানার তরে অপেক্ষায় রইলাম। পরদিন সকালে সে দোকানে এসেই হেসে বললো, আগে আমি জানতে চাই, আপনেরা দুই-জনের মধ্যে কবি সাহেব কে? সেই কবিকেই আমার দরকার? হা হা হা করে আমরা দুজনই হেসে দিলাম। সেদিন আমরা কেউই কবির পরিচয় প্রকাশ করিনি। শুধু বললাম প্রশ্নের উত্তর পেয়েছেন কি?
চলবে---
on test