
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
i like poet
4.0
528 total
Category
আধুনিক কবিতা
Modern poetry
Modern poetry
অবচেতন
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
তারিখঃ ২৫/০৫/২২
-
আমি সেই ক্ষয়ে যাওয়া পাথর
যা ক্ষয়ে ক্ষয়ে নির্বিঘ্নে হারিয়ে যাচ্ছি
হয়তো পৌর ছায়াও শেষ হবে একদিন।
ক্ষণিকের বাহাদুরিতে মেতে উঠেছি অগ্নিতে
যারা এসেছে, যারা এখনো আছে বা আসবে!
তাদের জন্য ঠিক এই রাস্তাটাই রেখে দিলাম
ওরাও মাতবে মরণ নিয়ে খেলবে এবং হারবে।।
আমি সেই পাহাড়! অনেক উঁচু জুড়ে আছি
আমিও বিলুপ্ত- যা আধার নৈঋতে অবচেতন।
আমিও শেষ হবো, বিলীন হবো নৈরাজ্যে!
"জোর যার মুলুক তার" এটা কোন আইন?
কতটুকু জানি,কতটুকই বা মানি! এরা কারা!
গায়ের জোরে আজ শক্তিশালী, দেখাই বর্বরতা
মানব হয়ে- মানব খুন' পালিয়ে বেচে থাকা?
on test