
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
i like poet
4.0
530 total
Category
কবিতা
Poem
Poem
প্রেমের নায়ে উঠবো না আজ
ঠিক করেছি সাঁই,
দহন ছাড়া প্রেমের নাওয়ে
অন্য কিছু নাই!
এইতো প্রেমের সাঁঝের বাতি
জ্বেলে মোর হৃদয়ে,
খুন করেছো প্রাণটা আমার
একূল ওকূল ভাঙে।
সাজানো এক স্বপ্ন ছিলো
থাকবো দু'জন মিলে,
স্বপ্নটা আজ ভেঙ্গে গেলো
অজানা এক ঢেউয়ে।
পাড়ি দিলে আজ ওপারেতে
পদ্মমণি নীলাআকাশে,
বিধাতার কাছে ফরিয়াদ জানাই
ভালো থেকো ওপারে!
on test