
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
i like poet
4.0
528 total
Category
কবিতা
Poem
Poem
কুসুম কুমারী শ্যামা মেয়ে
শেওলা ঘাটে যায়,
কলসি খানি ডুবিয়ে জলে
পানি নিয়ে আয়।।
চলার পথে চয়ন পাগল
বলতে কিছু চাই,
পথ আটকিয়ে দাড়িয়ে থাকা
কুসুম ভয় পাই।।
চিৎকারে সব ছুটে এসে
মারলো চয়ন'কে,
সেই ব্যথা ভুলতে গিয়ে
মলম দিলো গায়।।
কুসুম কুমারী শ্যামা মেয়ে
সাপ কামড়ে মরে,
তখন থেকেই চয়ন পাগল
ভালো হতে থাকে।।
আসল কথা আসি এবার
গল্পটা বাদ দিয়ে,
কুসুম চয়ন প্রেমের কথা
জানে সকল জনে।
চয়নকে সে ধোকা দিয়ে
বিয়ে করেন ধনী,
পাগল বানানোর মন্ত্র ছিলো
নিজের নাগ চাবি।।
on test