
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Poem
দেখে-ছিলো বিস্ময়ে সেদিন তাকিয়ে পড়ন্ত বেলা,
নীলাচল উড়িয়ে দিগন্তে চলেছ আনমনে একেলা।
দেখেছিল এক নিশ্চল পথিক নীরবে ঠাঁয় দাঁড়িয়ে,
রূপমোহ-মূর্ছনায় ফেলে পথিক ক্ষণ খেই হারিয়ে!
রূপ-ঝলকে চোখের পলকে, পথিক পড়ে ঘোরে,
রূপের প্রভা ছড়ায় রশ্মি যেন পূর্ণিমা শশী দূরে!
অপরূপ রূপের অপ্সরী, নাকি বেহেস্তি হুরপরী?
বাসনা জাগে পথিকের মনে,তাঁরে যৎ টাচ্ করি!
খেলেছিল সমীর সনে আপনমনে অমা এলোচুল,
রূপ লাবণ্য দ্যুতি, পথিক কুঞ্জবনে বাঁধে হুলুস্থুল।
চলে হেলেদুলে হরিণী,নিদাঘ বিজনে ঐ বিহারিণী,
নিষ্পলক চেয়ে পথিক ভাবে,কে ঐ মনোহারিণী?
তাঁহার রূপ দেখে এতো ভালো লাগছে-গো কেন?
মনের দোরে উঁকি,শতো জনমের চেনাজানা যেন!
মৃদু-স্বরে ডেকে বলে তাঁহারে,শোন-হে গৌরী রানী,
আমি তব সঙ্গী হতে ব্যগ্র, নেবে-কি কাছে টানি?
হেন বাণী পৌঁছে কর্ণকুহরে,পদ-যুগল যায় থেমে,
মায়াবিনী তাকায় পিছনে,পান্থের তনু যায় ঘেমে!
অমলিন হেসে সুধায় আবেশে,এসো-গো তাহলে?
হে ঝাকড়া চুলো সুদর্শন পান্থ,মন্দ কি সঙ্গী হলে?
রচনা ০৩-০৬-২০২২ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test