
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Poem
বৃষ্টি-ভেজা এক বৈকালে ছিলে তুমি সাথে,
সিক্ত-বায়ে জড়িয়ে গা, হাতটি রেখে হাতে।
হেলানে-কায়া, কাঁধে শির, বসলে বিজন ছায়ে,
জাগলো পুলক তনুমনে, দখিনা হিমেল বায়ে।
প্রণয় নেশায় ছিলে বিভোর, ছিলে নেশার ঘোরে,
ভালোবাসার প্রগাঢ় মোহে, বেঁধে বাহু-ডোরে।
সুখ-পাখিরা দেয় হাতছানি, এসে সেকাল দোরে,
সুখের তোড়ে যায়-যে ভেসে, সুখের তরী উড়ে।
স্বপ্ন-ছিল আকাশ ছোঁয়া,স্বপ্ন-বিলাসী সেই-ক্ষণে,
হঠাৎ ঝড়ে আছড়ে পড়ে, স্বপ্নের ঠাঁই মৃৎ সনে!
কেমন করে কী-যে হল, নিরলে চুপে কাঁদে মন,
নির্দয়ার ঐ নির্মমতায় কাটে, বেদনার্তে অনুক্ষণ।
দুজনার সনে সঙ্গী ছিল, পাখ-পাখালি বৃক্ষ-লতা,
বলেছিলে জড়ায়ে বাহু, জমাট-বাঁধা মনের কথা!
সাক্ষী ছিল আকাশ বাতাস সুরভি-স্নাত মৌ-বন,
দেবতাও ধুম্রজালে, করতে ঠাহর কুলবালা'র মন!
দুজনার ঠাঁই দুই তীরে-তে, অক্ষত রয় ঐ বিজন!
নব জুটি ভীড়ে সেথা, বিনিময় তরে নিজ ভূবন!
তাঁহারাও কি হবে প্রবঞ্চিত, কালের স্রোতে পড়ে?
বিরহ-বিষাদ ছোঁবে কি তাঁদের,নিতে আপন করে?
স্বপ্ন-জাগে স্বপ্ন ভাঙে, ভাঙা-গড়ার এই ভুবন,
কিসের তরে দিশেহারা, পায়ে দলি প্রিয়ার মন?
কেউ ভাসে সুখ সায়রে,ছোঁয় যবে তাঁরে সুখ পবন,
ভালোবাসার দোলাচলে, ভস্ম হয় কারও কুঞ্জবন!
রচনা ০৫-০৬-২০২২ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test