
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
643 total
Category
কবিতা
Poem
Poem
নাতি ওঠে নানার কোলে
কানটি ধরে মলে,
নানা হেসে কুটি-কুটি
অবুঝের কর্ম বলে।
এমন অনেক রম্য সেলফি
দেয় নেটে ছেড়ে!
বন্ধুরা সবাই বাহ্বা দেয়
হাতটি তাঁদের নেড়ে।
নাতি ভাবে নানার কানে,
ধরি খামচি দিয়ে,
নানা কেন যায়না বেড়াতে
সঙ্গে মোরে নিয়ে।
নানা আমার বজ্জাত অতি
একা একাই ঘুরে,
আমায় নিয়ে যায়না কেন,
বেড়াতে ঐ দূরে!
এবার পাইছি নাগাল মতো
নিলো কোলে তুলে,
তাইতো আমি সব্বার সামনে
কানটি দিলাম ডলে।
রচনা ০৬-০৬-২০২০ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test