
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Poem
সন্তান আজ কত্তো-বড়ো, মা-বাবা রয় বৃদ্ধাশ্রমে,
চোখের জলে বুক ভাসায়ে,দীর্ঘশ্বাস ফেলে দমে!
কতো ছিলো স্বপ্ন আশা, সন্তান'টি মানুষ হবে,
সেই সন্তানকে আঁকড়ে ধরে, সারা-জনম রবে!
সন্তান হবে এতো স্বার্থপর, ভাবেনি কখনো কভু,
বৃদ্ধাশ্রমে পড়ে কাতরায় মা-বাবা,কল্যাণ চায় তবু!
ইচ্ছে জাগে অন্তরে তাঁর,নাতি নিতে কোলে তুলে,
সেই ভাগ্য দেন'নি প্রভু, গেছেন হয়-তো ভুলে!
নিজ হাতে রোপন করা, আম জাম লিচু গাছ,
নিশ্চয়ই ইহাতে ধরেছে ফল, খায় ওরা আজ।
দিবস-যামি বসেছি খেতে, কোলের পরে ছেলে,
মল-মূত্র করেছে কতো, তবু দেইনি ছুঁড়ে ফেলে!
আমি কি ছিলাম এতই-তেতো,ওরে তোর কাছে?
একটিবার ভাবলেনা খোকা,আমারও মন আছে!
আমিও-তো মানুষ-রে বাপ,তোর জন্ম-দাত্রী-দাতা,
সু-দৃষ্টিতে দেখবি বারেক, খুলে জীবনের খাতা?
ওরে খোকা, ওরে যাদু, দেখি একবার তুই আয়?
তোর বাবুটি কেমন হয়েছে, দেখতে পরাণ যায়!
নিশ্চয়ই সে দাদা দাদুকে-খোঁজে ফেরে সারা-বাড়ী,
একটি বার আয়না-রে-বাপ, কিসের এতো আড়ি?
খোকা, ও খোকা শোন-রে আমার একটা কথা,
বারান্দায় না-হয় থাকবো পড়ে, গা মুড়িয়ে কাঁথা?
কাজের লোক তোদের যদি, কভু প্রয়োজন হয়?
আমায় এসে নিয়ে যাসরে বাপ, যদি মনে লয়?
আমি না-হয় কাজই করবো, থেকে তোদের সনে,
তবু বাপধন কষ্ট দিসনা-রে তুই, এই বৃদ্ধার মনে।
সব সম্পদ তোরে দিলাম, সবই তো তোর ধন?
তোকে একবার দেখার তরে, সদা পুড়ে এই মন।
দিন যায় মাস যায়, আসে না'কো কভু খোকা,
বৃদ্ধাশ্রমে পড়ে পিতা-মাতা, নির্বাক এক বোকা!
ঈদ আসে ঈদ যায় রয় পড়ে বৃদ্ধাশ্রমের বাঁকে,
চোখের জলে সিক্ত তবু,পথ পানে চেয়ে থাকে!
রচনা ১৩-০৬-২০১৯ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test