
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Poem
বর্ষার প্রবল বর্ষণে,খাল-বিল নদীতে আসে বান,
হয়ে সহযাত্রী উজানের জল, লয় ভাটির টান!
ভূতল জল মিশে অতল, অম্বর মেঘের সনে,
এ এক মহা-মিলনে হয় মেলামেশা চির বন্ধনে!
মূহুর্তে নেয় কেড়ে সহায় সম্বল সব-কিছু গোগ্রাসে!
জানটুকু লয়ে ছুটে আদম নিরাপদ আশ্রয় আশে।
চারিদিক টইটুম্বুর অথৈ জল, উঠে দোলে টলমল,
বানবাসী, জলের পর বাস,নেই পানে বিশুদ্ধ জল!
আচমকাই সামিল এক কাতারে ধনী ও গরীবে,
ধনীর অভাব নেই, দীনির কাটে অর্ধাহারে নীরবে!
একই দুর্ভোগে পড়ে বরষায় ধনী গরীব সকলে,
কারও পৌষমাস কারও বিনাশ,পড়ে রোষ অনলে!
প্রকৃতির আক্রোশে, সনাতনীদের রোষ ছোবলে,
বর্ষা এলেই ভাটির দেশ,ভাসে বান নামের জলে!
সৃষ্টি ছিল প্রাকৃতিক ভাবে, ভাটিদেশের নদ-নদীর,
উজান বাঁধে প্রাকৃতিক পথ গতিরোধে, হয় বধির।
তাই ভাটির দেশে আসে হেসে বান খরা উল্লাসে,
হেন দুর্দশা অবলোকনে উজানিরা মিটমিটে হাসে!
কাহারও করে ক্ষতি,কাহারও কি হয় কোন গতি?
সব বিষয়ে আছেন অবগত আরশের অধিপতি।
রচনা ২৭-০৬-২০২২ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test