
Majharul Islam
কবি ও সাহিত্যিক
4.0
Poem
হতো দিতে সাড়া, ডাকে তাঁহার, বেলা-অবেলায়,
কেটেছে এমনি দিবস রজনী, ভাঙাগড়া খেলায়।
না-দিলে সাড়া একদিন,রেগেমেগে চলে অভিমান,
ভাবখানা যেন প্রকাশে এমন, আমিই তাঁহার প্রাণ!
কেঁদেছে গুমরে নিভৃতে, ভাসায়ে নিটোল বুক,
কাছে গিয়ে আদর দিলে,দেখেছি সুহাসিনী মুখ!
সোহাগ পরশে উৎফুল্ল হরষে, মুছি আঁখিজল,
হস্তদ্বয় ধরে বিনয় করে বলে, চলো কদম তল?
মেতেছি মোরা কয়েক জোড়া, খেলে কানামাছি,
ওহে কাল বলো বারেক,ক্ষণ খুইয়ে কেমনে বাঁচি?
কদমের ছায়ে স্নিগ্ধ বায়ে, কেটেছে কৈশোরকাল,
কী-যেন দোষে, কারও রোষে,ছিটকে হারাই তাল!
দুজনার আবাস আজি দুই-পারেতে স্থায়ী বসবাস!
হায়রে নিয়তি,তোর একি ভীমরতি,নির্মম পরিহাস!
সেই কদম তরু আজও রয়েছে সেথা ঠাঁয় দাঁড়িয়ে,
শুষ্ক পল্লব ঝরে, কাঁদে সে অঝরে, সহচর হারিয়ে!
কদম ছায়ে কম্পিত মৃদু পায়ে,আজও হয় যাওয়া,
হৃদয়ের কার্ণিশে ডমরু হরষে,হয়নি তাঁরে পাওয়া!
আজও ফোটে কদম ফুল,পাঁপড়ি ঝরে গোড়ায়,
হই শীতল গিয়ে কদম তল,তাঁরে ফেলেছি হারায়!
রচনা ২৫-০৬-২০২২ খ্রিঃ ময়মনসিংহ (সংরক্ষিত)
on test