
Abdur Razzak Rony
Exceptional
4.4
6 total
Category
ব্যঙ্গাত্মক কবিতা
Satire Poetry
Satire Poetry
~অপসংস্কৃতি~
আব্দুর রাজ্জাক রনি
১৪ই ফেব্রুয়ারি সে তাে এক প্রােটেস্টেন্ট ধর্মমত নীতি,
তবে তুমি মুসলিম হয়ে কেন করাে এতে কর্নপাতা দাও তাতে সম্মতি।
তুমি তো সেই জাতি যে জাতি কখনও করেনি কারাে অনুসরন
বরং অন্য জাতি অভিভূত হয়ে করেছিলো তোমাকে বরন।
হায়, তােমার নির্লজ্জতা আজ হার মানায় জাহেলিয়াকে,
তােমার অশ্লীলতা আজ স্তব্ধ করেছে পুরাে উম্মাতে মুহাম্মদীকে।
আফশােস! যদি আজ থাকিত সুলতান মাহমুদ,গজনীর শাসনকাল
ওরে তুই পারতি না নারী, পারতি না করতে এমন উশৃংখল চলাচল।
এখন তবে বলছি শুনাে তােমরা বাংলার মুসলিম জাতি,
দেশ থেকে আজ বিতাড়িত কর যত অপসংস্কৃতি,
তবেই তুমি লাভ করিবে নিজ আত্মসম্মান, মর্যাদা ও উন্নতি!
ওগো নারী মহীয়সী এই ভালােবাসা দিবসের নামে,
তোমার সম্মান হারিয়ো না কোন প্রলুব্ধকর আহ্বানে।
on test