
মৃণাল কান্তি রায়
কবি ও সাহিত্যিক
4.3
Formation
বিরচনঃ ভাব-সম্প্রসারণ
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।
##########
প্রারম্ভিক কথাঃশিশু থেকে বৃদ্ধ বয়সের কোন ব্যক্তিই মোহময় পৃথিবী ছেড়ে যেতে চায়না; প্রত্যেকেই বাঁচতে চায়।
বিষয়ের সম্প্রসারণঃ মানুষের জন্ম স্রষ্টা প্রদত্ত স্বাভাবিক জন্ম ধারায় -যেখানে নারী- পুরুষের মিলনব্যবস্থা বর্তমান। শিশু বয়সের যে সীমারেখা দেয়া আছে - সেই বয়স থেকেই মানব সন্তানের মাঝে এই আকুতি দেখা যায় যে,সে বাঁচার আশায় বিভোর। যদিও সে জানে যে,মানুষ মরণশীল জীব।
এমতাবস্থায় মানুষ ভাবতে শুরু করে যে,কিভাবে মানুষ বাঁচতে পারে, কিভাবে পেতে পারে অমরত্ব। এই ভাব থেকেই মূলত প্রত্যাশা জাগে কোননা কোন সময়ে এসে শারীরিক কায়ার মৃত্যু হবে -যেই নিয়মকে কোন লোক পাশ কাটিয়ে যেতে পারবেনা। এই চিন্তা চেতনা থেকেই বাঁচার বিকল্প আশায় মানুষ বিভোর হয়। খুঁজতে শুরু করে পরার্থে নিজকে বিলিয়ে দিয়ে মানুষের মুখে মুখে বেঁচে থাকার স্বপ্ন দেখে। আজ অবধি যত সংখ্যক নাম পরিচয় মানুষের মুখে মুখে ধরে রেখেছে,পর্যালোচনা করলে দেখা যায় যে,তাঁরা সকলেই কোন না কোন বিষয়ে পরার্থে সেবা দিয়েছেন। যার ফলে আমরা স্মরণ করেই তাঁদেরকে বাঁচিয়ে রাখছি! যেখানে 'কর্ম' নামক কাজটি ছিল সকলকে স্মরণে রাখার একমাত্র কারণ। মানুষের মাঝে বেঁচে থাকার মত বিকল্প পথ আর খোলা নেই। এই দৃঢ় সত্য মানুষকে অনুধাবন করতে হবে।
শেষ কথাঃ আমাকেও কোননা কোনদিন চলে যেতে হবে; রেখে যেতে হবে বাঁচার স্বপ্ন।
on test