
মঞ্জুরুল হোসেন জুবায়েদ শেখ
i like poet
4.0
528 total
Category
ছড়া
Rhyme
Rhyme
কাপড় ধুচ্ছে মুশতাক সামি
আছে এখন বিজি,
কি জানি কোথায় যাইবো
ঘুরতে নিবো গাড়ী।
আর যে যায় বলে বলুক
ছেলে কিন্তু ভালো,
ভাল্লাগে ওরে ভিষণ রকম
আদর নিস আরও।
নক করেছি একটু আগে
জবাব ছিলো এটা,
কি আর করার অপেক্ষা থেকে
কবিতাটুকু লিখা।।
এখনো বিজি ভাইটা আমার
কতো কষ্ট করছে,
বিয়ের জন্য মেয়ে খোঁজার
পারমিশন চলছে!
#জ্বিহুজুর
#MHJS
on test